লেখা Undo/Redo করার Command

লেখা UndoRedo করার Command


 

আমরা অনেক সময় ভুল করে অনেক লেখা Delete বা Paste করি। এ অবস্থা হতে আবার আগের অবস্থানে ফিরে যেতে চাইলে Undo করা হয়। আবার Undo করার পর যদি মনে হয় যে না যা ছিল তাই ঠিক ছিল। তাহলে Redo করে ফিরে যাওয়া যায়। শুধু Delete বা Paste এর ক্ষেত্রেই নয়, লেখাতে যেকোন Format দেবার পর যদি মনে হয় আগের টি ই ভাল ছিল, তবে Redo করে আগের অবস্থানে ফিরে যাবেন। Undo আর Redo মাইক্রোসফ্ট এর মোটামুটি সব প্রোগ্রামের ক্ষেত্রেই একই।




Undo করার Command :


লিখাকে Cut বা Delete করার পর পূনরায় ফিরিয়ে আনার জন্য Undo করা হয়। কুইক এক্সেস টুলবার এ দেখুন Undo নামে একটি আইকন আছে, সেখানে ক্লিক করে আনডু করতে পারেন। Keyboard Command Ctrl+Z.




Redo করার Command :


Undo করার আগে যে অবস্থায় ছিল সে অবস্থায় ফিরে যেতে Redo করা হয়। Quick Access Toolbar এ দেখুন Redo নামে একটি আইকন আছে, সেখানে ক্লিক করে রিডু করতে পারেন। Keyboard Command Ctrl+Y.